হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

নাটোর প্রতিনিধি 

বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজি। ছবি: আজকের পত্রিকা

নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া মহিলা কলেজের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। তাঁদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাগর হোসেন (২৩)। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ নিয়ে সিএনজিচালিত অটোরিকশার আরোহী চারজনেরই মৃত্যু হলো। এর আগে নিহত দুজন হলেন নাটোর সদর উপজেলার পণ্ডিত গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক বাবু হোসেন (৩৫) ও অপরজন অটোরিকশা যাত্রী ঢাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৪২)। আজ শুক্রবার বিকেল ৫টায় বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান জানান, শুক্রবার বিকেল ৫টায় বনবেলঘড়িয়া বাইপাস-সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রাব্বি পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক বাবুর ঘটনাস্থলে মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত আরও তিনজনকে নাটোর সদর হাসপাতালে আনা হলে অপর যাত্রী শহিদুলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এদিকে রাত ১০টায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, দুজন নিহতের পর নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি অপর দুজনের মৃত্যু হয়। তাঁরা দুজনেই গুরুতর আহত ছিলেন। তাঁদের একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা