হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে পলিথিনের অবাধ ব্যবহার, বিকল্প না থাকায় বিপাকে ক্রেতা-বিক্রেতা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে এক দোকানি রসুন পলিথিনে ভরে ক্রেতাকে হস্তান্তর করছেন। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধ করা হলেও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে অবাধে পলিথিন ব্যবহার করা হচ্ছে। পলিথিনের বিকল্প না থাকায় বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। তবে, উপজেলা প্রশাসন প্রাথমিকভাবে মানুষকে পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে।

গত ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার পরেও উপজেলার জামতৈল বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে অবাধে পলিথিন ব্যবহার করা হচ্ছে। আজ সোমবার সকালে জামতৈল বাজারে গিয়ে জানা গেছে, সবজি বিক্রেতারা ক্রেতাদেরকে পণ্য দেওয়ার জন্য পলিথিন ব্যবহার করছেন। মুদি দোকানগুলোতে পণ্য রাখা হয়েছে পলিথিনে।

ক্রেতা ও বিক্রেতাদের দাবি, পণ্য আনা-নেওয়ার জন্য বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করা হচ্ছে। বিকল্প যদি বের করা হয় তাহলে পলিথিন ব্যবহার কমানো যাবে। এর আগে কোনোভাবেই পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জামতৈল বাজারের এক সবজি বিক্রেতা বলেন, পলিথিন বন্ধ ঘোষণা দেওয়ার আগে পলিথিনের বিকল্প বের করা করা দরকার ছিল। তা না করে পলিথিন বন্ধের ঘোষণা দিল সরকার। এখন সবাইকে বিপাকে পড়তে হবে। সরকারিভাবে নিষেধ থাকলেও বাধ্য হয়েই পলিথিনে ক্রেতাদের পণ্য দেওয়া হচ্ছে।

বাজার করতে আসা আল মাহমুদ ও সবুজ নামের দুই ব্যক্তি বলেন, সরকারি নিষেধাজ্ঞা মানতে আমরা বাধ্য। তবে এমন আইন করা যাবে না যাতে মানুষের ভোগান্তি বাড়ে। সরকার বলল ১ নভেম্বর থেকে পলিথিন ব্যবহার বন্ধ করা হবে। কিন্তু ঘোষণা দেওয়ার আগে সরকারের পলিথিনের বিকল্প জিনিস বের করা উচিত ছিল।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, পলিথিন বন্ধের আগে বিকল্প থলে বা ব্যাগ বের করতে হবে তা না হলে এর ব্যবহার কমানো সম্ভব না। বিকল্প থলে ব্যবহারের পরেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা করা উচিত, তা না হলে ব্যবসায়ীসহ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হবে।

পলিথিন ব্যবহার নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা আজকের পত্রিকা বলেন, ‘প্রথম দিকে প্রাথমিকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হলে সবাইকে পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করে সতর্ক করা হবে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী