হোম > সারা দেশ > রাজশাহী

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চারঘাটে ১০ টাকার লোভ দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে জুয়েল রানা (৩১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ বুধবার এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা করেছেন। 

অভিযুক্ত জুয়েল রানা উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কারিগর পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে এক কন্যা সন্তানের বাবা। মামলার পরপরই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ওই শিশুর বাবা-মা শিশুটিকে দাদির কাছে রেখে নাটোরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। শিশুটি সন্ধ্যার দিকে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফিরছিল। তখন অভিযুক্ত জুয়েল রানা তাঁর পথ আটকে দাঁড়িয়ে বিস্কুট খেতে ১০ টাকা দেবে বলে পার্শ্ববর্তী নির্মাণাধীন এক বাড়িতে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে জুয়েল রানা দ্রুত পালিয়ে যান। পরে শিশুটিকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি। 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ওই শিশুর বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জুয়েলকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে। 

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে