রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক টিটুকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল। তিনি বলেন, শিক্ষার্থীকে যে ট্রাকড্রাইভার চাপা দিয়েছেন, তাঁকে আটক করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
আটক মো. টিটু কাশিয়াডাঙ্গা এলাকার জাহাঙ্গীরের ছেলে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আওতায় দুই আবাসিক হল ও একটি একাডেমি বিল্ডিংয়ের কাজ চলছে। কাজের নির্মাণসামগ্রী আনা হচ্ছিল ট্রাকে করে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে হিমেলের সঙ্গে আরও দুজন ছিলেন। ট্রাকের ধাক্কায় হিমেল ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজন গুরুতর আহত হন।