হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় নিপাহ ভাইরাসে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আবু আফজাল (৪১) নামের সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু আফজাল। তিনি বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঘা পৌর সভার চকছাতারী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আবু আফজালের বড় ভাই বাবুল ইসলাম বলেন, ১৪ জানুয়ারি তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি জানা যায়। অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে ১১টায় নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে রাত ৭টায় সেখানেই মারা যায়। এর আগে একটি মামলায় আত্মগোপনে থাকার সময় খেজুরের কাঁচা রস খেয়েছিল। এরপর বিশেষ করে সন্ধ্যায় কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। ২০২০ সালে করোনা ভাইরাসে ও ২০২৩ সালের জুন-জুলাই মাসের দিকে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিল।

জানাজায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দীন লাভলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন।

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই