হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় নিপাহ ভাইরাসে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আবু আফজাল (৪১) নামের সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু আফজাল। তিনি বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঘা পৌর সভার চকছাতারী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আবু আফজালের বড় ভাই বাবুল ইসলাম বলেন, ১৪ জানুয়ারি তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি জানা যায়। অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে ১১টায় নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে রাত ৭টায় সেখানেই মারা যায়। এর আগে একটি মামলায় আত্মগোপনে থাকার সময় খেজুরের কাঁচা রস খেয়েছিল। এরপর বিশেষ করে সন্ধ্যায় কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। ২০২০ সালে করোনা ভাইরাসে ও ২০২৩ সালের জুন-জুলাই মাসের দিকে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিল।

জানাজায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দীন লাভলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার