হোম > সারা দেশ > রাজশাহী

‘আত্মগোপনে’ থাকা রিজভী হঠাৎ রাজশাহীর ঝটিকা মিছিলে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এবার হঠাৎ ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহীতে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা গেছে। আজ বুধবার নগরীর তেরোখাদিয়া এলাকায় আবরোধের সমর্থনে করা মিছিলে অংশ নেন তিনি। পরে রিজভী কোথায় গিয়েছেন তা জানেন না স্থানীয় নেতারা। এমনকি রাজশাহীতে তাঁর আসা ও মিছিলে অংশ নেওয়ার বিষয়টি নিজেদের অজানা বলে দাবি করেন তাঁরা। 

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভন্ডুলের পর থেকে আত্মগোপনে যান দলের এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সময়-সময় তিনি লাইভে এসে দলের মুখপাত্র হিসেবে কর্মসূচির ঘোষণা দেন। সবশেষ দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন। এর আগে গত সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ ভোর সাড়ে ৬টায় রাজশাহীতে মিছিলে অংশ নেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি সিটি হাট রোডের ডাবতলা মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন রিজভী। 

সমাবেশে রিজভী বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও একটি পাতানো নির্বাচনের পথ ধরে এগোচ্ছে। তারা ভেবেছে, ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু জনগণ এবার একতরফা নির্বাচন হতে দেবে না। সরকারের নীলনকশার এই নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে।’ 

তিনি বলেন, ‘নব্বইয়ের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই গণ-অভ্যুত্থানেই তাদের পতন ঘটবে।’ 

রিজভী আরও বলেন, ‘জনগণ আজ জেগে উঠেছে। রাজপথে তীব্র আন্দোলন শুরু হয়েছে। দেশের মানুষ, ছাত্র-জনতা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, বাড়ি ফিরে যাবে না।’ 

এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্যসচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, রনি প্রামাণিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ