রাজশাহীর তানোর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাশিকুল ইসলাম বকুল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় এ দুর্ঘটনায় ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্ডুমালা-তানোর সড়কের বুড়াবুড়িতলা নামক স্থানে আলুবোঝাই ট্রলির সঙ্গে পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কা লাগলে গুরুতর আহত অবস্থায় রাশিকুল ইসলাম বকুল ও ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান রাশিকুল ইসলাম বকুল।
জানা যায়, রাশিকুল ইসলাম বকুল পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে এবং ইমন চিনাশো গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রাশিকুল ও আহত ইমনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।