হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বখাটের ঘুষিতে প্রাণ গেল আনসার সদস্যের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এক বখাটের ঘুষিতে আনসার-ভিডিপির একজন সদস্য মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তাকে ঘুষি মারা হয়। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মাইনুল ইসলাম (৪৫)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর পালপুর গ্রামে তার বাড়ি। মাইনুল ইসলামকে ঘুষি মারার অভিযোগে তার সঙ্গে থাকা অন্য আনসার সদস্যরা এক বখাটেকে ধরে ফেলেন। পরে তাকে রাজশাহী রেলওয়ে থানায় রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত বখাটের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘রাতে স্টেশনের প্ল্যাটফর্মে ডিউটির সময় তাদের ইনচার্জ হিসেবে ছিলেন রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন। পিসি দেলোয়ার হোসেন ও এসআই শাহাদত হোসেন স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে ছিলেন। এখানে কয়েকজন বখাটেকে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখে এসআই শাহাদত হোসেন তাদের চলে যেতে বলেন। 

এ নিয়ে এসআইয়ের সঙ্গে তর্কে জড়ায় বখাটেরা। একপর্যায়ে তারা গালাগালও শুরু করে। তখন এসআই শাহাদাত হোসেন এই বখাটেদের ধরার জন্য আনসার সদস্যদের নির্দেশ দেন। বখাটেরা ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পালানোর সময় আনসার সদস্যরা তাদের ধরতে যান। এ সময়ে আনসার সদস্য মাইনুল ইসলামের বুকে ঘুষি মারে এক বখাটে। এতে মাইনুল ইসলাম পড়ে যান। আর অন্য আনসার সদস্যরা এক বখাটেকে ধরে ফেলেন।

ঘটনার পর মাইনুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ইসিজি করা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। তাদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।

আনসারের প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড। কর্তব্যরত অবস্থায় আনসার ভিডিপির সদস্যকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনসারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। বিষয়টি নিয়ে কথা বলতে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

চায়না কমলা চাষে বাজিমাত এমরানের, মাল্টাতেও মিলছে সাফল্য

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর