হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর-১: ভোট নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ, নৌকার ২ সমর্থক আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নৌকার দুই সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঈগলের সমর্থক ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন দাবি করেছেন, ঘটনাটি রং চড়িয়ে ঈগলের সমর্থকদের ওপর দোষ চাপানো হচ্ছে। 

আহতরা হলেন শোভ দিদারপাড়া গ্রামের বাদশার ছেলে মামনুর রশিদ (৩৫) ও দসারতের ছেলে নাসির আলী (৬০)। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামের মসজিদের সামনে নৌকা ও ঈগলের সমর্থকদের ভোট চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এ সময় নৌকার সমর্থক মো. মামুনুর রশিদ (৩৫) ও নাসির আলীর (৬২) সঙ্গে ঈগলের সমর্থক মো. শরীফ (৪০), সালাম (৪৮), আসাদ (৫০) ও জাকিরের (৪৬) সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে মামুনের বাম পায়ে জখম হয়। এ সময় নাসিরও আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, আহত মামুনুর রশিদের বাম পায়ে কাটা রক্তাক্ত জখম ও নাসির আলীর শরীরে আঘাতের কারণে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদের সমর্থক ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, গ্রামে তাঁদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। আর ভোটের সময় বাগ্‌বিতণ্ডা ও কথা-কাটাকাটি হতেই পারে। একে রং চড়িয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের ওপর দোষ চাপানো হচ্ছে। 

বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল জানান, নৌকার বিপক্ষ প্রার্থীর সমর্থকেরা অযাচিতভাবে তাঁর দুই সমর্থককে কুপিয়ে ও মারপিট করে আহত করেছে। বিগত দিনে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ভোটের আগেই আবার তাদের প্রকৃত রূপ প্রকাশ পেতে শুরু করেছে। 

আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক বলেন, দিদারপাড়া গ্রামের এক চায়ের দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে নৌকার দুই সমর্থক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা