সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয় জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজের ২ নম্বর গেটের সামনের রাস্তা। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংস্কার হচ্ছে রাস্তাটি।
আজ রোববার সকাল থেকে ওই রাস্তা সংস্কারে ব্যস্ত সময় পার করছেন একদল শ্রমিক। এর আগে গত ১৮ জুন রাস্তাটি নিয়ে আজকের পত্রিকায় একটি ফটো ফিচার প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় কালাই পৌরসভা কর্তৃপক্ষ।
এ বিষয়ে কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, বর্ষাকাল আসায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়। আপাতত চলাচলের সুবিধার্থে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।