রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তাঁরা মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
মৃত তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। দুই নারীর বাড়ি রাজশাহী মহানগরে। অপরজন নাটোরের বাসিন্দা।
জানা গেছে, মৃতদের দুজন করোনা উপসর্গে ভুগছিলেন। অপরজন করোনা পরীক্ষার রিপোর্টে নেগেটিভ হলেও উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ বিষয়ে শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন কোনো রোগী ভর্তি হননি। ছাড়পত্র পেয়েছেন তিনজন। আজ সকাল ৮টার আগে হাসপাতালে মোট আটজন রোগী ভর্তি ছিলেন। গতকাল রাজশাহীতে ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ ২০ দশমিক ৪৬ শতাংশ।