হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চের (মসজিদের ঘাটে) এ ঘটনা ঘটে। 

নিখোঁজ দুই শিশু হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজারচর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। নিখোঁজ দুই শিশুদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল কাজ করছে। 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।’ 

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান জানান, যারা নিখোঁজ হয়েছিল, তারা আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। স্থানীয়রা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং চারঘাট নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। এটি দুর্গম চর হওয়ায় ডুবুরি দলের পৌঁছাতে একটু সময় লেগেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছে। 

এ বিষয়ে চারঘাট নৌ পুলিশের পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা পুলিশ পাঠানো হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত