হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চের (মসজিদের ঘাটে) এ ঘটনা ঘটে। 

নিখোঁজ দুই শিশু হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজারচর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। নিখোঁজ দুই শিশুদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল কাজ করছে। 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।’ 

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান জানান, যারা নিখোঁজ হয়েছিল, তারা আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। স্থানীয়রা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং চারঘাট নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। এটি দুর্গম চর হওয়ায় ডুবুরি দলের পৌঁছাতে একটু সময় লেগেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছে। 

এ বিষয়ে চারঘাট নৌ পুলিশের পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা পুলিশ পাঠানো হয়েছে।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী