হোম > সারা দেশ > রাজশাহী

বিকেএসপির ১৭ এপ্রিল থেকে খেলোয়াড় বাছাই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আগামী ১৭ এপ্রিল থেকে সারা দেশে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। দেশের আট বিভাগকে চার ভাগ করে এ কার্যক্রম চালানো হবে।

বিকেএসপি সূত্রে জানা গেছে, জোন-১-এ থাকছে রাজশাহী ও রংপুর বিভাগ। এই জোনে ১৭ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় খেলোয়াড় বাছাই করা হবে।

এরপর ২৭ এপ্রিল রাজশাহী বিভাগের বগুড়া, ২৮ এপ্রিল জয়পুরহাট, ২৯ এপ্রিল নওগাঁ, ৩০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ, ২ মে রাজশাহী, ৩ মে নাটোর, ৪ মে পাবনা ও ৫ মে সিরাজগঞ্জে খেলোয়াড় বাছাই করা হবে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড় বাছাই করা হবে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে। আর্চারি, ক্রিকেট, ফুটবল, তায়কোয়ান্দো, সাঁতার, টেনিসসহ ২১টি ক্রীড়া বিভাগের খেলোয়াড়েরা বাছাই কার্যক্রমে অংশ নিতে পারবে। একজন খেলোয়াড় একাধিক খেলার বাছাইয়ে অংশ নিতে পারবে।

বিকেএসপি সূত্র আরও জানিয়েছে, সকাল ৯টা থেকে বাছাই কার্যক্রম শুরু হবে। তাতে অংশগ্রহণের জন্য বিভিন্ন ক্রীড়া বিভাগের ৮ থেকে ১২ এবং ১০ থেকে ১৩ বছর বয়সী খেলোয়াড়দের বিকেএসপির ওয়েবসাইটে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৭১৩২৪৬০৪০, ০১৬০৭৫০৬২৬৬ ও ০১৭১৬৬৬২৩৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা