সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আজ রোববার বিকেলে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের বাসিন্দা ঠান্ডু (৪৩) ও ছামাদ (৪০)। তবে এখনো আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বাস দবিরগঞ্জ এলাকায় পৌঁছালে নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয়সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।