হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আরও এক নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১২৬ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৩ বছর বয়সী সানজিদা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সানজিদা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের বাসিন্দা ছিলেন।  

একই সময়ে ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৬৫ শতাংশ।  

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, করোনায় মারা যাওয়ার আগে সানজিদা রোববার ভোর ৪টার দিকে ছেলে সন্তানের জন্ম দেন। পরে ওই দিনই সকাল পৌনে ৯টার দিকে তিনি মারা যান। এর আগে অচেতন অবস্থায় শনিবার রাত ২টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করান তাঁর স্বজনেরা।  

তিনি আরও জানান, করোনা ছাড়াও সানজিদা এক্লাম্পসিয়াতেও (গর্ভবতী নারীদের খিঁচুনি) আক্রান্ত ছিলেন। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০১ জনে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৩ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৫৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৭ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ৪০, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসাধীন। 

জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (রোববার) বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৩৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৬৫ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ৪৬ বছর বয়সী সেলিনা নামে এক নারীর মৃত্যু হয়। তিনি বগুড়া কাহালু উপজেলার বাসিন্দা ছিলেন। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক