রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাঁরা মারা যান। মৃতদের মধ্যে করোনা নিয়ে ১০ ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
আজ মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৭, পাবনার ৫, নওগাঁর ৪, নাটোরের ৩ এবং চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের ১ জন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৩, ঝিনাইদহের ১ এবং নাটোর, নওগাঁ ও পাবনার ২ জন করে রোগীর করোনা পজিটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ পুরুষ ও ১০ জন নারী রয়েছেন।
তাঁদের মধ্যে রয়েছেন ৩১-৪০ বছর বয়সের ১ জন পুরুষ ও ৩ জন নারী; ৪১-৫০ বছরের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী; ৫১-৬০ বছরের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী এবং ষাটোর্ধ্ব ৭ জন পুরুষ ও ৪ জন নারী। হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও আরটি-পিসিআর মিলে ৯৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১৯ দশমিক ৭৯ শতাংশ। শুধু আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণের হার পাওয়া গেছে ২২ দশমিক ৫২ শতাংশ।