হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাবাসহ কৃষক লীগ নেতাকে হত্যা মামলার ৪ আসামি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া কৃষক লীগ নেতা ও তাঁর বাবাকে হত্যা মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চার আসামি সিরাজগঞ্জ উল্লাপাড়া আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ রায় ঘোষণা করেন বিচারক বিল্লাল হোসেন। এই তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি বলেন, ‘এর আগে আসামিরা হাইকোর্ট থেকে দুই সপ্তাহের আগাম জামিন নেন। সোমবার তাদের জামিনের মেয়াদ শেষ হলে আজ (বুধবার) তাঁরা আদালতে আত্মসমর্পণ করে করে জামিনের আবেদন করেন।’ 

বাবা-ছেলে হত্যা মামলার আসামিরা হলেন—মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে ঠান্ডু মোল্লা (৫২), একই এলাকার সাত্তার মোল্লার ছেলে চাঁদ মোল্লা (৪২), ওসমান সরকারের ছেলে আনছার আলী (৫৬), আজগর আলীর বাবা রুহুল আমীন (৩২। 

নিহতেরা হলেন—উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামাণিক (৫০) ও তাঁর বাবা মোশারফ প্রামাণিক (৭০)। এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামাণিক নিহত হন। এ সময় জামাল উদ্দিনের বাবা, মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকসহ অন্তত ১০ জন আহত হন। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকেরও মৃত্যু হয়।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে