হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর অবরোধকারীদের

বগুড়া প্রতিনিধি

তিন দিনের অবরোধ কর্মসূচির শেষে দিনে বগুড়া মহাসড়কে বিক্ষিপ্তভাবে যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকার কারণে দুপুরের পর মহাসড়ক ছেড়ে চলে যান বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মহাসড়কে যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে বগুড়া শহরতলীর তেলীপুকুর এলাকায় যুবদলের নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় যুবদলের নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দিলেও ১০ মিনিটের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরতলীর বারপুর এলাকায় একটি খালি ট্রাকে আগুন দেন পিকেটাররা। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করে। এর আগে গত বুধবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আরও সাত নেতা-কর্মীকে আটক করে।

এদিকে গত দুই দিনের তুলনায় বৃহস্পতিবার মহাসড়কে যানবাহনের সংখ্যা ছিল বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকা তিন প্লাটুন বিজিবি সদস্য মহাসড়কে যানবাহন চলাচলে সহযোগিতা করেন।

বিজিবি সদস্যরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া জেলার ৬৮ কিলোমিটারে গত তিন দিনে প্রায় তিন হাজার যানবাহন চলাচলে সহযোগিতা করেছে বিজিবি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী