হোম > সারা দেশ > রাজশাহী

জেলখানার ৬০ শতাংশ আসামিই মাদক মামলার: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়া প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশে মাদকের বিস্তৃতি যেমন ঘটছে তেমনি মাদক মামলার বিচার দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু থেমে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। মাদক মামলার আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে তারা। কারাবন্দী মোট আসামির ৬০ শতাংশের বেশি মাদক মামলার আসামি।’

আজ মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইন মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। জেলখানার আসামিদের অধিকাংশই মাদক মামলার। মাদক মামলাগুলো কেন বছরের পর বছর ধরে ঝুলে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক মামলা ঝুলে থাকার একটি কারণ হলো, সাক্ষীরা সময়মতো আদালতে সাক্ষ্য দিতে আসেন না। এ ছাড়া, মাদক মামলার আসামিরা জামিন পেয়ে যান নানাভাবে। তবে আইন সংশোধিত হয়েছে। সেই মোতাবেক বিচারকাজ চালিয়ে বিচারকগণ এখন দ্রুতই মাদক মামলার নিষ্পত্তি করতে পারবেন।’ 

বগুড়া জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ডিজিটাল হয়েছে। এখন সাহায্যের জন্য ফোন করলেই পুলিশ সেবাপ্রার্থীর কাছে হাজির হয়ে যায়। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।

মাদকবিরোধী সমাবেশে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে ভ্যানগাড়ি এবং সেলাইমেশিন প্রদান করেন মন্ত্রী। 

সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন চত্বরে মুক্তির ‘অমর কাব্য’ নামের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম