হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে ভুট্টাখেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরে ভুট্টাখেত থেকে আল মামুন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। মামুন সিংড়ার পৌরসভার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

আজ সোমবার (১০ মার্চ) সকালে নাটোর-রাজশাহী মহাসড়ক-সংলগ্ন ভেদরার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মামুনের বাবা আব্দুল কুদ্দুস জানান, তাঁর চার মেয়ে ও একমাত্র ছেলে মামুন। সে নেশাগ্রস্ত। কখনো রাজমিস্ত্রি বা কখনো চুরি করত। পরিবারের কারও কথা শুনত না। তিন মাস আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর ফেরেনি। আজ বেলা ১১টায় সিংড়া থানা-পুলিশ ফোন করে তাঁকে ডেকে নেয় এবং নাটোর থানায় এনে ছেলের লাশ দেখায়। ছেলে নেশাগ্রস্ত ছিল, তাই এই প্রকৃতির কারও সঙ্গে তার বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, এলাকাবাসীর খবরে আজ সকাল ১০টায় শহরতলির নবীনগর নারায়ণকান্দি এলাকার ভুট্টাখেত থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ করে জানা যায়, ভিকটিম সিংড়া পৌরসভার দমদমা মহল্লার আল মামুন। দুপুরে তাঁর পরিবারের সদস্যরা নাটোর সদর হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নেলী আরও জানান, মৃতের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আপাতত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার