হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজপাড়া থানার আলীগঞ্জে এবং রাতে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ে পৃথক দুটি দুর্ঘটনায় তাঁরা মারা যান।

এ ছাড়া এ ঘটনায় নিহত একজনের স্ত্রী ও ভাগনি গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ীতে নিহত দুজন হলেন উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম (৬০) ও তাঁর ছেলে মো. ইব্রাহিম (৩৫)। আর আলীগঞ্জে নিহত ব্যক্তির নাম মো. পারভেজ (২৪)। তিনি আলীগঞ্জ বাগানপাড়া এলাকার আবদুল বাবুর ছেলে। 

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ইব্রাহিম ও তাঁর বাবা। বিজয়নগরে কোনো একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের বাবা সালাম মারা যান। এরপর ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর রাত ২টা ৪৫ মিনিটে তিনিও মারা যান। এ বিষয়ে থানায় মামলা করা হবে।’

অন্য দুর্ঘটনা প্রসঙ্গে নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বলেন, ‘শনিবার সন্ধ্যার পর পারভেজ তাঁর মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগনি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে।’ 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত