হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজপাড়া থানার আলীগঞ্জে এবং রাতে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ে পৃথক দুটি দুর্ঘটনায় তাঁরা মারা যান।

এ ছাড়া এ ঘটনায় নিহত একজনের স্ত্রী ও ভাগনি গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ীতে নিহত দুজন হলেন উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম (৬০) ও তাঁর ছেলে মো. ইব্রাহিম (৩৫)। আর আলীগঞ্জে নিহত ব্যক্তির নাম মো. পারভেজ (২৪)। তিনি আলীগঞ্জ বাগানপাড়া এলাকার আবদুল বাবুর ছেলে। 

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ইব্রাহিম ও তাঁর বাবা। বিজয়নগরে কোনো একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের বাবা সালাম মারা যান। এরপর ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর রাত ২টা ৪৫ মিনিটে তিনিও মারা যান। এ বিষয়ে থানায় মামলা করা হবে।’

অন্য দুর্ঘটনা প্রসঙ্গে নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বলেন, ‘শনিবার সন্ধ্যার পর পারভেজ তাঁর মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগনি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন