হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে রোগীর চাপ কম, কমানো হচ্ছে ওয়ার্ড

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ কমে এসেছে। তাই করোনা ডেডিকেটেড ওয়ার্ডের সংখ্যাও কমানো হচ্ছে। এরই মধ্যে দুটি ওয়ার্ডে করোনা রোগী রাখা বন্ধ করা হয়েছে। ওয়ার্ড দুটিতে এখন আগের মতো সাধারণ রোগী রাখা হচ্ছে। 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে আর করোনা রোগী রাখা হচ্ছে না। এখন ৪ নম্বর ওয়ার্ডে সার্জারি এবং ১৬ নম্বর ওয়ার্ডে মেডিসিনের রোগী রাখা হচ্ছে। 

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, দু’একদিনের মধ্যে ১ এবং ১৭ নম্বর ওয়ার্ডকেও সাধারণ ওয়ার্ডে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। করোনা রোগীর চাপ কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সাইফুল ফেরদৌস বলেন, ‘এখন করোনার চাপ কমেছে। পরে যদি চাপ আবার বাড়ে তাহলে এসব ওয়ার্ডে আবার করোনা রোগী রাখা যাবে। কারণ ওয়ার্ডগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন করা আছে। 

উল্লেখ্য, করোনার নতুন ডেলটা ধরনে রোগীর সংখ্যা বাড়তে থাকলে একের পর এক সাধারণ ওয়ার্ডকে করোনা ইউনিটে রূপান্তর করা হয়। শয্যার সংখ্যা বাড়িয়ে করা হয় ৫১৩টি। তাও রোগী রাখার ঠাঁই হচ্ছিল না। এখন রোগীর সংখ্যা কমেছে। তাই শয্যা কমিয়ে ৪১৮টি করা হয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও কেবিনে ২০টি করে মোট ৪০টি শয্যা আছে। বাকি শয্যাগুলো সাধারণ ওয়ার্ডে। এসব ওয়ার্ডগুলো হলো-১,৩, ১৪,১৫, ১৭,২২, ২৫,২৭ ২৯ / ৩০ এবং ৩৯ / ৪০। এর মধ্যে ৪ ও ১৭ নম্বর ওয়ার্ডও সাধারণ ওয়ার্ডে রূপান্তর হচ্ছে।  

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত