বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী ওরফে চাঁন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী রঞ্জনকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার রঞ্জন চক ফরিদ কলোনি এলাকার বাসিন্দা। তাঁর নামে চারটি হত্যা ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। চাঁন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন রঞ্জন। গত শনিবার রাত দেড়টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, রঞ্জন এই মামলায় সন্দেহভাজন ছিলেন। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাসা থেকে আদালতে যাওয়ার পথে আব্দুল বারী চাঁন মিয়াকে চক ফরিদ এলাকায় দুর্বৃত্তরা কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি।