হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধি

আহত মামুনুর রশিদ। ছবি: সংগৃহীত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার সিধইল সড়কে তিনি হামলার শিকার হন। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ (৪২) নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মামুনুর রশিদের ভাতিজা হাদিসুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামুনুর রশিদ। পথে সিধইল সড়কে ১০-১২ জন দুর্বৃত্ত পথ রোধ করে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে রেখে তাঁর মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন মামুনুর রশিদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। হাদিসুর রহমান বলেন এখনো মামুনুর রশিদের জ্ঞান ফেরেনি। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।

তিনি আরও জানান, গত ২৫ অক্টোবর রাতে নন্দীগ্রাম থানার পুলিশ সিধইল গ্রামের বাড়ি থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। ঈদের কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন দিগন্তময় সরকার জানান, মামুনুর রশিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়ে বৃহস্পতিবার রাতেই ছাড়পত্র দেওয়া হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মামুনুর রশিদের নামে নন্দীগ্রাম থানায় মামলা ছিল। সেই মামলায় গত ২৫ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল। কবে জামিনে বের হয়েছে, সে বিষয়ে জানা নেই। বৃহস্পতিবার রাতে তাঁকে মারপিটের ঘটনাটি কেউ থানা-পুলিশকে জানায়নি।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে