হোম > সারা দেশ > রাজশাহী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদ না পেয়ে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

পদবঞ্চিত হয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

পদবঞ্চিত হয়ে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী কমিটি বিলুপ্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।

এ সময় যমুনা সেতু ও মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে ক্ষুব্ধ হন পদবঞ্চিত শিক্ষার্থীরা। এর জেরে অবরোধ কর্মসূচি পালন করেন।

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির মুখপাত্র টি এম মুশফিক সাদ ও সিনিয়র মুখ্য সংগঠক জুবায়ের আল ইসলাম সেজান আজকের পত্রিকাকে বলেন, জেলা কমিটিতে চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে সম্পৃক্ত এবং অন্যান্য ছাত্র সংগঠনের পদধারীদের স্থান দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।

পদবঞ্চিত হয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম আজ বিকেলে বলেন, ‘শিক্ষার্থীরা আজও তাঁদের কর্মসূচি পালন করছেন। এতে যমুনা সেতু মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি।’

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে