হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় তরিনা বেগম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষের বারান্দা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। 

মৃত তরিনা বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা রাজদুল ইসলামের স্ত্রী। 

স্থানীয়রা জানান, তরিনার স্বামী রাজদুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। এলাকার এক দোকানে ৪ হাজার টাকা বাকি করেন রাজদুল। দোকানি বাকি টাকার জন্য চাপ দেন তাঁকে। তিনি বাড়িতে ফিরে স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে না পারায় গালি দেন। সহ্য করতে না পেরে ঘরের বারান্দার আড়ার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। 

বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বারান্দায় মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক