হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর আদালতে সাবেক এমপি কালামকে আঘাতের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক সাইফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে বাগমারা থানা-পুলিশের একটি দল আজ সকালে তাঁকে রাজশাহীতে নিয়ে আসে। 

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচ মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে ওই সব মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।’ 

এদিকে আদালত এজলাস থেকে বের করার সময় সাবেক এমপি কালামের মাথায় বাঁশ দিয়ে আঘাতের চেষ্টা করেন বিক্ষুব্ধ জনতা। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উল্লেখ্য, গ্রেপ্তার আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পান। এরপর মেয়রের পদ থেকে পদত্যাগ করে এমপি নির্বাচিত হন। পরে তাঁর স্ত্রী খন্দকার শাইলা পারভীন পৌরসভার মেয়র হন।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম