হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৩

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর পোস্টার সাঁটাতে বাধা দেওয়া ও সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুর্গাপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাড়িয়া গ্রামের জহুরুল মৃধার ছেলে আওয়ামী লীগের কর্মী ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন লায়ন (৩৪) ও তাঁর ভাই মো. জয় (২১) এবং আ. মান্নানের ছেলে মাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রাসেল (২২)।

মামলার এজহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামের সাইফুলের মোড় নামক স্থানে দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল) পোস্টার সাঁটাতে যান তাঁর সমর্থক আব্দুর রাজ্জাক। এ সময় তাঁকে বাধা দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার সমর্থক সাখাওয়াত মৃধা লায়ন। নির্দেশ না মেনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার সাঁটানোর প্রস্তুতি নিলে সাখাওয়াত হোসেন লায়ন ও তাঁর ভাই মো. জয়সহ কয়েকজন আব্দুর রাজ্জাককে মারপিট করেন। পরে স্থানীয় লোকজন আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার প্রার্থীর অফিসের সামনে পোস্টার সাঁটাতে যায়। এ সময় তাদের নিষেধ করলেও না শোনায় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে তারা থানায় মামলা করলে নৌকার সমর্থক তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বুধবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে নির্বাচনী পোস্টার সাঁটানো নিয়ে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত