হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী-নাটোরে পানি সংকট নিরসনের দাবিতে গণস্বাক্ষর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

রাজশাহী-নাটোর অঞ্চলে পানি সংকট নিরসনের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর পাঠাতে গত সোমবার সন্ধ্যায় বাগাতিপাড়ার জামনগরসহ তিনটি স্থানে জাতীয় কৃষক সমিতি নাটোর জেলা শাখা এ আয়োজন করে।

গণস্বাক্ষর কার্যক্রমে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় রাজশাহী-নাটোর অঞ্চলে টিউবওয়েল, গভীর ও অগভীর নলকূপে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব সংকট নিরসনে পদ্মার সঙ্গে বড়াল নদের উৎসমুখ চারঘাটের স্লুইসগেট অপসারণ এবং বড়াল, নারদ, মুসাখাঁ ও চিকনাই নদ-নদীগুলোকে দখলমুক্ত করে নাব্যতা ও প্রবহমান অবস্থায় ফিরিয়ে আনতে সব বাঁধ অপসারণ করে খাল-বিল- পুকুরে পানি প্রবাহের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পথসভায় বাগাতিপাড়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উত্তরবঙ্গ আখচাষি ও চিনিকল সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন এবং নাটোর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ। এ ছাড়া একই দিনে তমালতলা ও দয়ারামপুরেও একই কর্মসূচি পালিত হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর