হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী-নাটোরে পানি সংকট নিরসনের দাবিতে গণস্বাক্ষর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

রাজশাহী-নাটোর অঞ্চলে পানি সংকট নিরসনের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর পাঠাতে গত সোমবার সন্ধ্যায় বাগাতিপাড়ার জামনগরসহ তিনটি স্থানে জাতীয় কৃষক সমিতি নাটোর জেলা শাখা এ আয়োজন করে।

গণস্বাক্ষর কার্যক্রমে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় রাজশাহী-নাটোর অঞ্চলে টিউবওয়েল, গভীর ও অগভীর নলকূপে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব সংকট নিরসনে পদ্মার সঙ্গে বড়াল নদের উৎসমুখ চারঘাটের স্লুইসগেট অপসারণ এবং বড়াল, নারদ, মুসাখাঁ ও চিকনাই নদ-নদীগুলোকে দখলমুক্ত করে নাব্যতা ও প্রবহমান অবস্থায় ফিরিয়ে আনতে সব বাঁধ অপসারণ করে খাল-বিল- পুকুরে পানি প্রবাহের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পথসভায় বাগাতিপাড়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উত্তরবঙ্গ আখচাষি ও চিনিকল সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন এবং নাটোর জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ। এ ছাড়া একই দিনে তমালতলা ও দয়ারামপুরেও একই কর্মসূচি পালিত হয়।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে