হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদা না পেয়ে রাস্তা বন্ধ করে দিলেন ইউপি সদস্য    

বগুড়া প্রতিনিধি

নিজ জমিতে পুকুর খুঁড়তে দিতে হবে চাঁদা। দিতে অস্বীকার করায় চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে চাঁদা দাবিকারী। ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলায়। 

জানা যায়, উপজেলার সোনারায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রঞ্জু মিয়া ভুক্তভোগী মজনু মিয়ার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গ্রামের রাস্তার মাঝখানে বাঁশের খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইউনিয়ন পরিষদ সদস্য। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মজনু মিয়া। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোমিনখাদা গ্রামের মজনু মিয়া তাঁর নিজস্ব জমিতে পুকুর খনন করছিলেন। স্থানীয় ইউপি সদস্য রঞ্জু মিয়া তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মজনু তাকে চাঁদা দিতে অস্বীকার করায় ৯ এপ্রিল বিকেলে প্রকাশ্যে ইট বিছানো রাস্তার মাঝখানে বাঁশ পুঁতে দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে গাবতলী থানায় ইউপি সদস্য রঞ্জু মিয়ার বিরুদ্ধে একটি এজাহার দেন। এতে ক্ষিপ্ত হয়ে রঞ্জু মিয়া ১৫টি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশায় ৩০ / ৪০ জন লোক নিয়ে মজনু মিয়ার বাড়িতে চড়াও হন। 

থানায় এজাহারের প্রেক্ষিতে এস আই সুব্রত কুমার মাহাতো ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এদিকে রোববার বিকেলে রঞ্জু মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন করেছে মোমিনখাদা গ্রামের নারী ও পুরুষরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জু মিয়া। তিনি বলেন, ‘কবরস্থানের ওপর দিয়ে ট্রাকযোগে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেটা বন্ধের জন্য রাস্তায় খুঁটি দিয়েছি।’

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম