পাবনার সাঁথিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আ. রহমান রহম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের পাটগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহম উপজেলার পাটগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি নাগডেমড়া ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর।
মাধপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে পাটগাড়ি এলাকায় ক্রাউন সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।’