হোম > সারা দেশ > রাজশাহী

ইসলামী অর্থনীতি চালু হলে দেশে কোন গরিব থাকবে না: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘ইসলামী অর্থনীতি হলো ভারসাম্যপূর্ণ অর্থনীতি। ইসলাম ছাড়া অন্য কোন সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, ভারসাম্যতা নেই। দেশের এই সংকটকলীন মুহূর্তেও যদি ইসলামী অর্থনীতি চালু করা হয়, তবে দেশে কোন গরীব থাকবে না।’ 

আজ রোববার রাজধানীর মতিঝিলের ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর পূর্ব-এর নগর সম্মেলনে ফয়জুল করীম এসব কথা বলেন। 

ফয়জুল করীম বলেন, কল্যাণমুখী রাজনীতির এখন আর অস্তিত্ব নেই। সরকারি দলের সঙ্গে রাজনীতি করলে যাবতীয় সুবিধা ভোগ করা যায়, মন্ত্রিত্ব পাওয়া যায়। সরকারি দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করলে, মত চর্চা করলে হামলা-মামলা, হত্যা, জেলসহ নানা হয়রানির শিকার হতে হয়। রাজনীতিতে এই বৈষম্যই সরকারের পতন ডেকে আনবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আরোও বলেন, ‘ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প কিছু নেই।’ 

নগর পূর্বের সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। 

সম্মেলন শেষে ২০২৩ সেশনের জন্য ইউসুফ পিয়াসকে সভাপতি ও এম জসিম খাঁ কে সহসভাপতি এবং মাইনুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী