হোম > সারা দেশ > রাজশাহী

ঘুমন্ত অবস্থায় বাড়ী থেকে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের নামে অপহরণ মামলা দায়ের করেছেন। তবে ঘটনার দুই দিন পরও পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করতে পারেনি। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পুঠিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। অন্যদিকে প্রধান অভিযুক্ত আবদুল্লাহ একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র। আবদুল্লাহ পুঠিয়ার রাজবাড়ী এলাকার কচি আহম্মদের ছেলে। 

ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বলেন, তাঁরা সনাতন ধর্মের আর আবদুল্লাহ মুসলিম। একই প্রতিষ্ঠানে পড়ার সুবাদে প্রতিনিয়ত তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত আবদুল্লাহ। গত বুধবার দিবাগত রাতে খাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে ঘরের বাইরে একটি গোঙানোর শব্দ শুনতে পান। দরজা খুলে দেখেন আব্দুলাসহ চার থেকে পাঁচ যুবক মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলছে। সে সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে দ্রুত গাড়ি নিয়ে চলে যায় আব্দুল্লাহরা। 

এ ঘটনায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মেয়েকে অপহরণের ঘটনায় মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী