হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার আটঘরিয়ায় এক এইচএসসি পরীক্ষার্থী, সুজানগর উপজেলার আমিনপুরে এক কৃষক এবং একই উপজেলার টাকিগাড়া গ্রামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৩ টার দিকে আলাদা বজ্রপাতের তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এনামুল হক (১৮), সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামানিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০) এবং একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামে মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২)।

আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল বলেন, এনামুল হক বিকেল ৪টার দিকে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

অপরদিকে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আমিন জানান, কৃষক মনিরুজ্জামান বিকেলে বাড়ির পাশে মাঠের কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। পরে বৃষ্টির মধ্যেই তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে মৃত্যু হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, রফিক দুপুরের খাওয়া শেষ করে বিলে কৃষিকাজ করছিলেন। বিকেল তিনটার দিকে বৃষ্টিপাতের মধ্যে তার উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার