হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় গুলি করে রকেট এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারিকুল ইসলাম মোবারক (৩২) নামে এক রকেট এজেন্টের পায়ে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করেছেন দূর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌকিদহ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল উপজেলার সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এখন আশঙ্কামুক্ত তবে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই মাহমুদুল হাসান মুন্না। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারিকুল। পথে শ্রীকোলা চৌকিদহ সেতুর পাশে পৌঁছালে একদল দূর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাঁর পায়ে গুলি করে। এরপর তাঁর কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

প্রত্যাক্ষদর্শী সুমন হোসেন জানান, গুলির শব্দ আর চিৎকার শুনে তিনিসহ আরও লোকজন এগিয়ে যান। এ সময় তারিকুলকে গুলিবিদ্ধ ও রক্তাক্তবস্থায় দেখেন। এরপর উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যান। 

এ নিয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। অপরাধীদের সনাক্ত করতে রাস্তায় থাকা বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার