প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতের ঘটনায় কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তাঁর ছেলে হাবিবুর রহমান (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সরিষাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
হাবিবুর রহমান উপজেলার মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করত।
জানা গেছে, সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করছিলেন তাঁরা। আজ সকাল আনুমানিক ১০টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।