হোম > সারা দেশ > রাজশাহী

বৃহস্পতিবার থেকে রাজশাহী-কক্সবাজার রুটে চলবে ফ্লাইট 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করা হচ্ছে। বেসরকারি এয়ারলাইনস ‘নভোএয়ার’ এই রুটে ফ্লাইট চালু করছে। এ উপলক্ষে আগামীকাল সকালে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে নভোএয়ার। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র মেয়র লিটনের হাতে তুলে দেন নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী ও এয়ারপোর্ট অপারেশনের ইনচার্জ আসাদুজ্জামান শাওন। এ সময় রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে মানিক কৃষ্ণ চক্রবর্তী বলেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ নভোএয়ারের একটি ফ্লাইট চলাচল করবে। প্রতি সপ্তাহে রোববার বেলা ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। এই রুটে যাতায়াতে সময় লাগবে দেড় ঘণ্টা। 

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মেয়র খায়রুজ্জামান লিটন সভা করেন। সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়