হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ‘তাওহীদি জনতা’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান তাওহীদি জনতা। এ সময় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়।

এর আগে দুপুরে তাওহীদি জনতা নগরের সাহেববাজার জিরো পয়েন্টে জড়ো হন। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। এ সময় তাঁরা গতকাল রোববার প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তাঁরা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

এরপর মিছিল নিয়ে তাঁরা স্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়। পরে সবাই চলে যান।

তবে এদিন প্রথম আলোর রাজশাহী কার্যালয় তালাবদ্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও উপস্থিত ছিল।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের