হোম > সারা দেশ > রাজশাহী

নিজের হাঁসুয়ার কোপে প্রাণ গেল যুবকের

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে নিজের হাঁসুয়ার কোপে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমজাদ উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের ইসমাইল হোসেন ছেলে। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আমজাদের ভাই আসলাম উদ্দিন বলেন, আমজাদ ছাগলের জন্য বাড়ির পাশে একটি বাগানে পাতা কাটতে যায়। পাতা কাটতে তিনি মগডালে ওঠেন। ডালে হাসুয়া দিয়ে কোপ দিলে এসে লাগে পায়ে। এতে গভীরভাবে মাংস কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ দেখে আতঙ্কেই তিনি গাছ থেকে পড়ে যান। এ সময় পাশ দিয়ে এক প্রতিবেশী যাওয়ার সময় তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই রক্তক্ষরণে আমজাদের মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘শুনেছি ওই যুবক গাছে উঠে পাতা কাটতে গিয়ে নিজের হাঁসুয়ার কোপ পায়ে লাগে। এতে বেশি রক্তক্ষরণ হলে তিনি গাছ থেকে পড়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওখানে মারা যাওয়ায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়