হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদ ও মিনুকে গোনার সময় নাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বকে কোনো চক্রান্ত দমাতে পারবে না। বিএনপি সন্ত্রাসীদের লালন পালন করে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বাঘা-চারঘাটে কোনো সভা করতে পারবে না। তাকে এক বছর আগে অবাঞ্ছিত করা হয়েছে। 

সম্প্রতি রাজশাহীর পুঠিয়ার এক সভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় মামলায় আইনিভাবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদ ও মিনুকে গোনার সময় নেই। আইনিভাবে দ্রুততম সময়ের মধ্যে তার বিচার দাবি করেন। 

আজ শনিবার বিকেলে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘা-চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। সম্মেলনে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ন কবির। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। 

অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ অনেকে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল