হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদ ও মিনুকে গোনার সময় নাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বকে কোনো চক্রান্ত দমাতে পারবে না। বিএনপি সন্ত্রাসীদের লালন পালন করে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বাঘা-চারঘাটে কোনো সভা করতে পারবে না। তাকে এক বছর আগে অবাঞ্ছিত করা হয়েছে। 

সম্প্রতি রাজশাহীর পুঠিয়ার এক সভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় মামলায় আইনিভাবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদ ও মিনুকে গোনার সময় নেই। আইনিভাবে দ্রুততম সময়ের মধ্যে তার বিচার দাবি করেন। 

আজ শনিবার বিকেলে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘা-চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। সম্মেলনে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ন কবির। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। 

অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ অনেকে।

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন