হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতেও ভর্তির সুযোগ হলো না সেই বেলায়েতের

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে ভর্তির জন্য ‘এ’ ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও ভর্তির সুযোগ না হওয়ায় একবুক আশা নিয়ে রাজশাহী এসেছিলেন। কিন্তু এখানেও তাঁর স্বপ্নভঙ্গ হয়েছে। পাস নম্বরের চেয়ে কম পেয়েছেন তিনি। 

মঙ্গলবার রাতে ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, গ্রুপ-১-এ পরীক্ষা দিয়ে ১৭ দশমিক ৮৫ নম্বর পেয়েছেন বেলায়েত শেখ, যা মোট পাস নম্বরের অর্ধেকেরও কম। 

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। তাই নির্ধারিত নম্বর না পাওয়ায় হতাশ হতে হয়েছে বেলায়েতকে। তবে পরীক্ষার পরই বেলায়েত জানিয়েছিলেন, অসুস্থ থাকার কারণে পরীক্ষা ভালো হয়নি তাঁর। সেটি বোঝা গেল ফলাফলেও। 

বেলায়েত ১৯৮৩ সালে টাকার অভাবে এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারেননি। ১৯৮৮ সালে নিবন্ধন করলেও সারা দেশে বন্যার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। ১৯৮৮ সালেই বেলায়েত ফটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করেন। এখন তিনি ‘দৈনিক করতোয়া’ পত্রিকার গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি। 

দুই ছেলে ও এক মেয়ের বাবা বেলায়েত ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে তাঁর ছোট ছেলের সঙ্গে এইচএসসি পরীক্ষায় পাস করেন।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’