হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতেও ভর্তির সুযোগ হলো না সেই বেলায়েতের

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে ভর্তির জন্য ‘এ’ ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও ভর্তির সুযোগ না হওয়ায় একবুক আশা নিয়ে রাজশাহী এসেছিলেন। কিন্তু এখানেও তাঁর স্বপ্নভঙ্গ হয়েছে। পাস নম্বরের চেয়ে কম পেয়েছেন তিনি। 

মঙ্গলবার রাতে ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, গ্রুপ-১-এ পরীক্ষা দিয়ে ১৭ দশমিক ৮৫ নম্বর পেয়েছেন বেলায়েত শেখ, যা মোট পাস নম্বরের অর্ধেকেরও কম। 

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। তাই নির্ধারিত নম্বর না পাওয়ায় হতাশ হতে হয়েছে বেলায়েতকে। তবে পরীক্ষার পরই বেলায়েত জানিয়েছিলেন, অসুস্থ থাকার কারণে পরীক্ষা ভালো হয়নি তাঁর। সেটি বোঝা গেল ফলাফলেও। 

বেলায়েত ১৯৮৩ সালে টাকার অভাবে এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারেননি। ১৯৮৮ সালে নিবন্ধন করলেও সারা দেশে বন্যার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। ১৯৮৮ সালেই বেলায়েত ফটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করেন। এখন তিনি ‘দৈনিক করতোয়া’ পত্রিকার গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি। 

দুই ছেলে ও এক মেয়ের বাবা বেলায়েত ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে তাঁর ছোট ছেলের সঙ্গে এইচএসসি পরীক্ষায় পাস করেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত