হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তিন মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহীর বেলপুকুর, কাটাখালী ও মতিহার থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন রাজশাহীর বেলপুকুর চেকপোস্ট এলাকার আবদুল খালেকের ছেলে মো. আলিফ (১৮), নগরের মৌলভী বুধপাড়া মহল্লার মো. সাকলাইনের ছেলে মো. সাদিক (১৭) ও বেলঘরিয়া এলাকার রবিউল ইসলামের ছেলে সালেহ আহমেদ (২৫)। আইনিপ্রক্রিয়া শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ নেই।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যার আগে আলিফ মোটরসাইকেল নিয়ে ইফতার কিনতে যাচ্ছিলেন। ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আলিফ গুরুতর আহত হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, দুপুরে কাটাখালী-হরিয়ান সড়কে মাসকাটাদীঘি কলেজপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খান মোটরসাইকেলচালক সাদিক। এতে তাঁর চোয়াল ভেঙে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে অবশ্য পরিবারের কোনো অভিযোগ নেই।

এদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক জানান, সন্ধ্যার পর রাজশাহী-ঢাকা মহাসড়কের বিহাস এলাকায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই পরিবারের সদস্যরা লাশ নিয়ে বাড়ি চলে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক