হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বজ্রপাতে ৪ জনের প্রাণহানি

প্রতিনিধি

রাজশাহী: দুই উপজেলায় বজ্রপাতে চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে বৃষ্টির সময় বাগমারা ও বাঘা উপজেলার তিন স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়। মৃত চারজন হলেন- বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার হাজরাপাড়া মহল্লার নাসির উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন শেখ (৫০), রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া কালাচাঁদপাড়া গ্রামের ইসার আলীর ছেলে মো. বাবু (১৭), একই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. রনি (২২) এবং বাঘা উপজেলার বাউসা চকরপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে জহুরুল ইসলাম (৩২)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, বাগমারার দিয়াড় বিলে নিজের খেতে ধান কাটছিলেন নিজাম। ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে বাগমারার তাহেরপুর পৌরসভার তালতলী এলাকার বাগানে আম পাড়ছিলেন দুর্গাপুরের শ্রমিক রনি ও বাবু। তখন বজ্রপাত হলে তাঁরাও ঘটনাস্থলে প্রাণ হারান। এ তিনজনের মৃত্যুর ঘটনায় বাগমারা থানায় আলাদা দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বাঘায় নিহত জহুরুল ইসলামের বড় ভাই আবদুর রাজ্জাক জানান, ঝড়বৃষ্টির সময় জহুরুল বাড়ির পাশে আমবাগানে আম কুড়াচ্ছিলেন। এসময় বজ্রাহত হয়ে জ্ঞান হারান। তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, বজ্রপাতে জহুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ