হোম > সারা দেশ > রাজশাহী

গোপালগঞ্জের ঘটনায় মৃত দেখানো যুবক জানালেন, ‘ভাই বেঁচে আছি’

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

জুলকার নাইম (হৃদয়)। ছবি : আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় চারজনের প্রাণহানির একটি প্রতিবেদন আজ বৃহস্পতিবার একটি দৈনিক পত্রিকার প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়। সেখানে নিহত ব্যক্তিদের মধ্যে একজন রমজান কাজী বলে পরিচয় দিয়ে একটি ছবিও ছাপা হয়। কিন্তু ছবিতে যাঁকে দেখা যায়, তিনি আসলে জীবিত এবং তাঁর নাম জুলকার নাইম (হৃদয়)।

জুলকার নাইম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের বাসিন্দা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে আজকের পত্রিকার সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

জুলকার নাইম বলেন, ‘ভাই, আমি মরি নাই। এখনো বেঁচে আছি। পত্রিকার পাতায় নিজের ছবি দেখে হতবাক হয়ে যাই। সকালে বাজারে গেলে পরিচিত অনেকে চেয়ে থাকে। কেউ কেউ তো বলেই বসেছে, তুই নাকি মারা গেছিস। বাড়ি ফিরে গিয়ে মা-বাবাকে সব খুলে বলেছি।’

জুলকার নাইম আরও বলেন, ‘যে ভিডিও আওয়ামী লীগের লোকজন নিজেদের বলে প্রচার করছে, সেটি আসলে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার। তখন আমি উপজেলা ও জেলাপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিলাম। বর্তমানে সিরাজগঞ্জ জেলা কমিটির বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য হিসেবে আছি। আমরা দ্রুত সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরব।’

এ ঘটনায় জুলকার নাইমের মা মোল্লিকা খাতুন বলেন, ‘সকালে ছেলে এসে বলে, ‘‘মা, আমি নাকি মারা গেছি।’’ এই কথা শুনে আমরা থমকে যাই। সত্যিই যদি ছেলে বাইরে থাকত, তাহলে যতই বলুক বিশ্বাস করা কঠিন হতো। কিন্তু আমার ছেলে তো সকালে আমার সামনে বসেই ভাত খেয়েছে।’

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি