হোম > সারা দেশ > পাবনা

এ বছরই ঈশ্বরদী বিমানবন্দর চালুর চেষ্টা করব: হানিফ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আমার পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে যাতে এ বছরের মধ্যেই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা যায়। আমি বর্তমান সেনাবাহিনীর চীফকে বিমানবন্দরে জায়গার জন্য অনুরোধ করব।’

শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মাঠে দুদিনব্যাপী লিচু মেলায় কৃষক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘ঈশ্বরদী বিমানবন্দর চালুর জন্য ইতিপূর্বে আমি সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ সাহেবকে বলেছিলাম বিমানবন্দরের জায়গা ছেড়ে দিতে হবে। তিনি আমাকে বলেছেন “এখানে অনেক স্থাপনা আছে”। করোনাসহ বিভিন্ন কারণে আমাদের সময় পার হয়েছে। আগের সেনাপ্রধান চলে গেছেন। এখন যিনি এসেছেন, জেনারেল শফিউল্লাহ সাহেব। আমি তাঁকে অনুরোধ করব।’

অনুষ্ঠানে হানিফ দ্রুততার সঙ্গে আরও বলেন, আমি স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাসকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে চেষ্টা করব এ বছরের মধ্যে ঈশ্বরদী বিমানবন্দর চালু করার।

অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে ও ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলি মালিথা এবং সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. কুয়াশা মাহমুদের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন স্বাগত বক্তব্য দেন লিচু মেলার আয়োজক ও সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ, কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আক্তার জর্জ, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাশেম।

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর