হোম > সারা দেশ > পাবনা

এ বছরই ঈশ্বরদী বিমানবন্দর চালুর চেষ্টা করব: হানিফ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আমার পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে যাতে এ বছরের মধ্যেই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা যায়। আমি বর্তমান সেনাবাহিনীর চীফকে বিমানবন্দরে জায়গার জন্য অনুরোধ করব।’

শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মাঠে দুদিনব্যাপী লিচু মেলায় কৃষক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘ঈশ্বরদী বিমানবন্দর চালুর জন্য ইতিপূর্বে আমি সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ সাহেবকে বলেছিলাম বিমানবন্দরের জায়গা ছেড়ে দিতে হবে। তিনি আমাকে বলেছেন “এখানে অনেক স্থাপনা আছে”। করোনাসহ বিভিন্ন কারণে আমাদের সময় পার হয়েছে। আগের সেনাপ্রধান চলে গেছেন। এখন যিনি এসেছেন, জেনারেল শফিউল্লাহ সাহেব। আমি তাঁকে অনুরোধ করব।’

অনুষ্ঠানে হানিফ দ্রুততার সঙ্গে আরও বলেন, আমি স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাসকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে চেষ্টা করব এ বছরের মধ্যে ঈশ্বরদী বিমানবন্দর চালু করার।

অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে ও ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলি মালিথা এবং সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. কুয়াশা মাহমুদের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন স্বাগত বক্তব্য দেন লিচু মেলার আয়োজক ও সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ, কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আক্তার জর্জ, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাশেম।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী