হোম > সারা দেশ > রাজশাহী

স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিসে আগুন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বনপাড়া পৌর এলাকার হারোয়া কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যাপারী (৪০) নামে নৌকার দুই কর্মীকে মারধর করা হয়েছে। 

পরে আজিম সরকার বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হারোয়া কালীবাড়ি এলাকার আব্দুর রহমানসহ ১০ থেকে ১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন। 

স্থানীয় দোকানদার শিশির হোসের বলেন, গতকাল রাত সারে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নির্বাচনী আলোচনা শেষে সবাই চলে যান। ভোর ৫টার দিকে দেখা যায় নির্বাচনী ক্যাম্পটিতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা পুলিশকে খবর দেন। 

আজিম সরকার বলেন, ‘গত বুধবার সকালে ট্রাক প্রতীকের কর্মী সুলতান হোসেন আমাকে নৌকার প্রচারণায় অংশ নিতে নিষেধ করে। আমি নিষেধ না শুনলে হুমকি দেয়। আজ শুক্রবার সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। আমাকে উদ্ধার করতে খোকন ব্যাপারী এগিয়ে আসলে তাকেও মারধর করে।’ 

 ট্রাক প্রতীকের কর্মী সুলতান হেসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। এ ঘটনায় আমি কিছুই জানি না।’
 
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজিম সরকার বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক