হোম > সারা দেশ > রাজশাহী

মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মজিবর রহমান কবিরাজ (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার কুসুম্বা শিলালপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজের সামনে মজিবর রহমানকে বিপরীত থেকে আসা আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পড়ে গুরুতর জখম হন মজিবর রহমান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে মাইনুর ইসলাম বলেন, আমার বাবা পেশায় একজন কবিরাজ। আজ সকালে খাওয়াদাওয়া করে মোটরসাইকেল নিয়ে রোগী দেখার জন্য ছোটমুল্লুক গ্রামে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলমেট না থাকায় রাস্তায় পড়ে মজিবর রহমান মাথায় প্রচণ্ড আঘাত পায়। এ কারণে তাঁর মৃত্যু হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর