হোম > সারা দেশ > রাজশাহী

ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবেই স্বীকৃতি দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে আদিবাসী যুব পরিষদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা কমিটির উদ্যোগে আজ রোববার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, সিপিবির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মণ্ডল ও ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস। সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড়।

মানববন্ধন থেকে বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি তাঁরা বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নাম পরিবর্তন করে আদিবাসী কালচারাল একাডেমি করার দাবি জানান।

রাজশাহীতে আদিবাসী যুব পরিষদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডি, দপ্তর সম্পাদক রোমেন পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক বিথি এক্কা প্রমুখ।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত