হোম > সারা দেশ > রাজশাহী

ভোটের অধিকার নিয়ে আ.লীগ রাজনীতি করে: শাহরিয়ার 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘মানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। তাই শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, রাস্তাঘাটসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এখন ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।’

আজ রোববার রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০২৩ সালের মধ্যে বাঘা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ করা হবে।’ 

ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘লেখাপড়া ও মানসিকতায় স্মার্ট হতে হবে।’ শিক্ষকদের তিনি বলেন, ‘মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটারগুলো ব্যবহার না করার ফলে যেন মাকড়সার জালে পরিণত না হয়।’ 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী মোল্লাহ্‌র পরিচালনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। এ সময় বক্তব্য দেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা প্রকৌশলী নূরল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মাদ হাসান, শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার