হোম > সারা দেশ > রাজশাহী

ভোটের অধিকার নিয়ে আ.লীগ রাজনীতি করে: শাহরিয়ার 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘মানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। তাই শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, রাস্তাঘাটসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এখন ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।’

আজ রোববার রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০২৩ সালের মধ্যে বাঘা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ করা হবে।’ 

ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘লেখাপড়া ও মানসিকতায় স্মার্ট হতে হবে।’ শিক্ষকদের তিনি বলেন, ‘মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটারগুলো ব্যবহার না করার ফলে যেন মাকড়সার জালে পরিণত না হয়।’ 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী মোল্লাহ্‌র পরিচালনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। এ সময় বক্তব্য দেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা প্রকৌশলী নূরল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মাদ হাসান, শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত