হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় ক্যারেটের গোডাউনে আগুন, জ্ঞান হারিয়ে হাসপাতালে মালিক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় ক্যারেটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামে (বাঘা–আড়ানী) সড়কের পাশে আলিফ ট্রেডার্সে এই আগুন লাগার এই ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক ইনছার আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

স্থানীয় পিনজুরুল ইসলাম জানান, ইনছার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ১ বিঘা জমির ওপর নির্মিত প্রতিষ্ঠানে প্লাস্টিকের ক্যারেট, বস্তা, কার্টন, কাগজসহ ক্যারেট ভাঙা মেশিনসহ প্রায় কোটি টাকার মালামাল ছিল। আগুনে তাঁর সবকিছু হয়ে গেছে। 

বাঘা উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ৩টা থেকে তিন ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল